ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

না’গঞ্জ বিএনপির ৭ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
না’গঞ্জ বিএনপির ৭ নেতাকে অব্যাহতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরির অভিযোগে বিএনপির সাতনেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে এক সভায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নের মনোনয়ন নিয়ে ছলচাতুরির অভিযোগে বিএনপির সাতনেতাকে তাদের নিজ নিজ পদ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

তারা হলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, আলীরটেক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়নের সভাপতি সুমন আকবর, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কুতুবপুরের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টু, একই ইউনিয়নের বিএনপি নেতা আলী আকবর ও গোগনগর বিএনপি সেক্রেটারি নজরুল ইসলাম এবং কায়েতপাড়ার গুলজার হোসেন।
 
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরির অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির প্রতিবেদন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, এপিল ০৮, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।