ঢাকা: দেশের গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়ে বাংলা নতুন বছরে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, এদেশে আমরা গণতন্ত্র ফিরে পাবো, উন্নয়ন হবে সেই সঙ্গে সব রকম হত্যা বন্ধ হবে। মানুষের কর্মসংস্থানও হবে। এ জন্য আমাদের এক হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই নববর্ষ উপলক্ষে আর বিভেদ নয়, আসুন ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি। দেশের স্বার্থে কাজ করি।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস-এর সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬/আপডেট: ২০২১ ঘণ্টা.
এমএম/আইএ/আরএ/এটি