ঢাকা: ‘আন্তর্জাতিক মে দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাব ও পুলিশ।
রোববার (পহেলা মে) সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমরা যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সমাবেশ স্থলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এদিকে রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ যেন শেষ হয়, সেদিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকেও সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।
আরও রয়েছে র্যাবের কয়েকটি দল, জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ০১, ২০১৬
এনএ/এটি