ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শ্রমিকদল-ছাত্রদল সংঘর্ষ, দুই নেতা আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
শ্রমিকদল-ছাত্রদল সংঘর্ষ, দুই নেতা আহত

ঢাকা: জাতীয়তা বাদী শ্রমিক দল এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষে দুই নেতা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে রোববার (১৫ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর শ্রমিক দলের দফতর সম্পাদক ও ধানমন্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু কাউসার ভুঁইয়া (৪৫) এবং ঢাকা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ধানমন্ডি থানা শ্রমিক দলের সহ-সভাপতি বাবুল সরদার (৪৭)।

তারা বর্তমানে হাসপাতালের ১শ’ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের মাথায় ধারালো শস্ত্রের আঘাত রয়েছে।

কাউসার জানান, নয়াপল্টন ভাসানী মিলনায়তনে দলের মিলাদ মাহফিল চলছিলো। এসময় নিউ মার্কেট থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ও আরেক কর্মী রাশেদ হামলা চালায়।

কি কারণে সংঘর্ষ হয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে কাউসার বলেন, অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে, এখন বলবো না।

১শ’ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, বাবুল সরদারের অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা দরকার। ভারী আঘাতে তার মাথা থেঁতলে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।