ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে ডিবি পরিচয়ে আটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে ডিবি পরিচয়ে আটকের অভিযোগ

ঢাকা: বিএনপির ইউনিয়র পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবুকে (৪৫) রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার (১৯ মে) আনুমানিক বেলা ২টা ২০ মিনিটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।


 
তবে ডিবি দক্ষিণের কর্মকর্তা মাশরেকুর রহমান খালেকের সঙ্গে বাংলানিউজ যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন। তার বাবা গোলাম মর্তুজা ওই ইউপির সাবেক চেয়ারম্যান।

মোয়াজ্জেম হোসেনের পরিবার সূত্রে জানা যায় তিনি পল্টন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।