ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে

ঢাকা: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার একটি সূত্র।

অবশ্য বিকেলেই রাজারবাগে একটি অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জানিয়েছিলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের উপযুক্ত তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আজই (বৃহস্পতিবার) মামলা দায়ের করা হবে।

নাশকতার দু’টি মামলায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন বিএনপির সদ্যঘোষিত কমিটির যুগ্ম-মহাসচিব আসলাম।

ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির এক নেতা ও মোসাদের এজেন্টের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬/আপডেট ১৭৫৮ ঘণ্টা/আপডেট ১৭৫৭ ঘণ্টা
এনএ/এসজেএ/এইচএ/

**আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রক্রিয়াধীন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।