ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ ও অযোগ্য’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ ও অযোগ্য’ ছবি-বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ ও অযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে লবণের দাম বৃদ্ধি পেতে থাকায় সাধারণ চামড়া ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু সরকার নির্বিকার। এসব ঘটনায় কী প্রমাণ করছে না যে, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ ও অযোগ্য?

তিনি বলেন, ‘আমরা সরকারের এ ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানাচ্ছি।    

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।