ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার কথা জানানো হয়েছে আগেই।
তবে কে হবেন ধানের শীষের প্রার্থী, এ নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলের হাই কমান্ডকে।
সোমবার (২১ নভেম্বর) রাতেও নাসিক নির্বাচনের প্রার্থী বাছাই করতে গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সিদ্ধান্ত জানানো হয়নি এখনও।
গত নির্বাচনে ভোটের দিন নির্বাচন থেকে সরে যায় বিএনপি। ওই সময় প্রার্থী ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এবারও স্থানীয় নেতা-কর্মীরা চান-তিনি নির্বাচন করুন। কিন্তু তৈমুর আলম নির্বাচন না করার কথা জানিয়েছেন দলীয় হাই কমান্ডকে।
সোমবার রাতের বৈঠকেও নিজের ‘অপারগতা’র কথা খালেদা জিয়াকে জানান তিনি।
বৈঠক শেষে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তৈমুর আলম খন্দকার বলেন, স্থানীয় নেতা-কর্মীদের সবার কথা ম্যাডাম শুনেছেন। তারা নির্বাচনে প্রার্থী হিসেবে আমাকে চান।
‘কিন্তু আমি আমার অপারগতার কথা জানিয়েছি। এখন কে নির্বাচনে প্রার্থী হচ্ছেন-এ বিষয়ে সিদ্ধান্তের কথা মঙ্গলবার জানা যাবে। ’
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসএম/এমএ