ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বন্দরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
 ‘বন্দরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেছেন, নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেছেন, নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে।

আশা করছি, নির্বাচনের আগেই তারা জনগণের ভাষা বুঝে সম্পূর্ণ নিরপেক্ষ আচরণ করবে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে ২৪ ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগের পর গণমাধ্যমকে এ কথা বলেন সাখাওয়াত।

সাখাওয়াত বলেন, আমি সকাল থেকেই বন্দরের ২৪ ও ২৫ নং ওয়ার্ডে প্রচারণা করছি। এখানে এসে দেখতে পাচ্ছি আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে।

আমরা অভিযোগ দিলে তারা বলে কোনো আচরণবিধি লঙ্ঘন করছে না। কিন্ত এখানে অতিমাত্রায় আচরণবিধির লঙ্ঘন হচ্ছে।

প্রতিটি থানায় একটি করে ক্যাম্পের অনুমতি থাকলেও আমি মোড়ে মোড়ে নৌকার ক্যাম্প দেখেছি।

সাখাওয়াত বলেন, সবাই বলছেন সুষ্ঠু ভোট দিতে পারবেন না কি-না। আমি আশা করবো নির্বাচন কমিশন এবার সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।