ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শিগগিরই বিএনপির উপ-কমিটি

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শিগগিরই বিএনপির উপ-কমিটি

ঢাকা: ষষ্ঠ জাতীয় কাউন্সিলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই মন্ত্রণালয় ভিত্তিক উপ-কমিটি গঠন করতে যাচ্ছে বিএনপি। আর এ কমিটিতে সহ-সম্পাদক পদের জন্য জমা পড়েছে কয়েক হাজার জীবনবৃত্তান্ত (সিভি)। এখন চলছে যাচাই-বাছাই।
 
 

দীর্ঘ ছয় বছর পরে ২০১৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির নেওয়া নতুন সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ‘এক নেতার এক পদ’ ও মন্ত্রণালয় ভিত্তিক ‘উপ-কমিটি’ গঠন।

দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দুয়েকটি ব্যতিক্রম ঘটনা ছাড়া এরই মধ্যে ‘এক নেতার এক পদ’ সিদ্ধান্ত মোটামুটি বাস্তবায়িত হয়েছে বিএনপিতে।

কিন্তু কাউন্সিলের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও উপ-কমিটি গঠন করা সম্ভব হয়নি দলটির পক্ষে। এ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নানা মাধ্যমে তারা জানার চেষ্টা করছেন কবে নাগাদ আসবে বিএনপির উপ-কমিটি ঘোষণা।

দলীয় সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের এই উৎকণ্ঠা শিগগিরই দূর হবে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি জানুয়ারি মাসেই উপ-কমিটি ঘোষণা করবে বিএনপি।

সূত্রমতে, গত বছরই উপ-কমিটি গঠনের কাজটি সেরে ফেলতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ আগস্ট দলের নির্বাহী কমিটি ঘোষণার পর বাইরে থাকা নেতাদের অন্তর্ভুক্ত করে উপ-কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন তিনি।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত এ প্রক্রিয়া অব্যাহত ছিলো। এ তিন মাসে কয়েক হাজার সিভি এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র হাতে।

এসব নেতাদের বেশিরভাগই মূল কমিটিতে সম্পাদক বা সহ-সম্পাদক পদের জন্য আগ্রহী ছিলেন। কিন্তু সেখানে পদ না হওয়ায় মন্ত্রণালয় ভিত্তিক অর্থ ও পরিকল্পনা, জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা ও প্রশিক্ষণ, নারী ও শিশু, আন্তর্জাতিক সম্পর্ক, শিল্প ও বাণিজ্য, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, যুব উন্নয়ন, শ্রম ও প্রবাসী কল্যাণ, যোগাযোগ ও গণপরিবহণ, শক্তি ও খনিজ সম্পদ, গবেষণা, মানবধিকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মুক্তিযুদ্ধ, ক্ষুদ্র ঋণ, ক্রীড়া ও সংস্কৃতি, সুশাসন ও জনপ্রশাসন, মানবসম্পদ উন্নয়ন এবং জাতীয় সংহতি ও এথনিক মাইনোরিটি বিষয়ক উপ-কমিটিতে সহ-সম্পাদক পদের জন্য তদবির শুরু করেন এসব নেতারা।

মূল কমিটিতে পদবঞ্চিত এসব নেতার ‘চাওয়া’-কে শ্রদ্ধা দেখিয়ে ডিসেম্বরেই উপ-কমিটি ঘোষণার চিন্তা-ভাবনা করেছিলেন বিএনপি চেয়ারপারসন। দায়িত্বশীল নেতাদের হাতে জমা পড়া সিভি একত্রে যাচাই-বাছাইয়ের কাজও শুরু হয়েছিলো।

কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে ব্যস্ততা শুরু হওয়ায় ডিসেম্বরে উপ-কমিটি গঠনের কাজ কিছু দিনের জন্য স্থগিত রাখতে হয় বিএনপি প্রধানকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলানিউজের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘নাসিক নির্বাচনের পরই উপ-কমিটি গঠন করে ফেলবো’।

সূত্রমতে, এমনটিই ইচ্ছা ছিলো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার। কিন্তু উপ-কমিটি করতে গিয়ে তিনি পড়েন ‘মধুর’ যন্ত্রণায়! ২৩টি উপ-কমিটির ২৩০টি সহ-সম্পাদক পদের বিপরীতে জমা পড়া কয়েক হাজার সিভির মধ্যে কাকে রেখে কাকে বাদ দেবেন- তা ঠিক করতে পারছিলেন না তিনি।

তাছাড়া কোন ধরনের লোকদের দিয়ে উপ-কমিটি করবেন সে বিষয়টি নিয়েও দ্বিধায় পড়ে যান বিএনপি প্রধান। মন্ত্রণালয় ভিত্তিক এক্সপার্ট বা বিশেষজ্ঞদের নিয়ে উপ-কমিটি করবেন, নাকি দীর্ঘদিন ধরে দলকে সার্ভিস দেওয়া ত্যাগী নেতাদের নিয়ে করবেন- তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন তিনি।

অবশেষে এই দুয়ের সমন্বয় করেই গঠন করা হচ্ছে বিএনপির উপ-কমিটি। তবে কমিটিতে ৮০ ও ৯০ দশকের ছাত্রনেতাদের প্রাধান্য থাকছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক শীর্ষ নেতা বাংলানিউজকে বলেন, ৮০ ও ৯০ দশকের অনেক ছাত্রনেতা আছেন, যারা মূল কমিটিতে জায়গা পাননি। কিন্তু দলের জন্য তাদের ত্যাগ-তিথিক্ষার কথা বেমালুম ভুলে যাননি বিএনপি চেয়ারপারসন। উপ-কমিটির বেশিরভাগ পদেই দেখা যাবে তাদের।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।