ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (০২ মার্চ) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা পলাতক থাকায় পল্টন থানার ৪০ (১) ১৫ নম্বর মামলায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মীর সর‍াফত আলী সপু, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআই/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।