ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার চার্জশিটের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
খালেদার চার্জশিটের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল

জগন্নাথ বিশ্বববিদ্যালয়: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে মিছিলটি সিএমএম কোর্টের সামনে থেকে রায়সাহেবের বাজার মোড় অতিক্রম করে বংশাল থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে পুরো দেশকে একটা কারাগারে পরিণত করেছে।

তারই ধারাবাহিকতায় এদেশের কোটি মানুষের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়।

এ সময় জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব বলেন, এই অবৈধ সরকারের সকল চক্রান্তের উচিত জবাব রাজপথে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-গণ সংযোগ বিষয়ক সম্পাদক এস গনি, জবি ছাত্রদলের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম ইমন, বিএম আরিফ, আবি আব্দুল্লাহ জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ডিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।