ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নারায়ণগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ-সমাবেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া তিতাস গ্যাস অফিসের সামনে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। এর আগে বন্দরে মহানগর বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাষাঢ়া তিতাস গ্যাস অফিসের সামনে জেলা বিএনপি’র সমাবেশে সহ-সভাপতি আজাদ বিশ্বাসের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আংগুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি প্রমুখ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ পুলিশকে ইঙ্গিত করে বলেন, আমরা নারায়ণগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করি আর আপনারা আমাদেরকে ধরতে উদ্যত হন। আপনারা অপরাধের দিকে নজর দিন। নারায়ণগগঞ্জে সাত খুন হয়, পাঁচ খুন হয়, দুই খুন হয় আপনারা সেদিকে নজর দিতে পারেন না।

সময় বেশি দূরে নেই, এক হেঁচকা টানে বর্তমান সরকারের পতন ঘটবে হুঁশিযারি দিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।  

অপরদিকে নারায়ণগঞ্জ বন্দরে মহানগর বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের বাধায় দ্রুত সমাবেশ সমাপ্ত করতে বাধ্য হয় নেতারা।  

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আজকে আমাদের কোথাও দাঁড়িয়ে প্রতিবাদ করার সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক দল কিন্ত আমাদের গণতান্ত্রিক অধিকার এ সরকার হরণ করছে।  

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।