ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

বিএনপি

প্রশাসন সুযোগ পেলে সমুচিত জবাব দেবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
প্রশাসন সুযোগ পেলে সমুচিত জবাব দেবে নির্বাহী কমিটির সভার বক্তব্য রাখছেন খালেদা জিয়া-ছবি- ডি এইচ বাদল

ঢাকা: প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তারাও জানেন দেশের অবস্থা। প্রশাসন সুযোগ পেলে সমুচিত জবাব দেবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, পুলিশও চায় দেশে জনগণের অধিকার রক্ষা করতে।

কিন্তু পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশ মানতে বাধ্য হয়। তা না হলে তারা চাকরি হারাবেন।  
 
‘আজকে যোগ্যতার কোনো মূল্যায়ন নেই। যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করতে হবে’, বলেন খালেদা জিয়া।

এ সময় ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।  

ডিজিটাল আইনের নামে অধিকার হরণ করা হয়েছে

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএম/আরএম/এমইউএম/এএম/পিএম/এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।