ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

বিএনপি

নির্বাচন সুষ্ঠু হলে দেশে ভোট বিপ্লব ঘটবে: মওদুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
নির্বাচন সুষ্ঠু হলে দেশে ভোট বিপ্লব ঘটবে: মওদুদ নিজের নির্বাচনী এলাকায় মওদুদ আহমেদ। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন হলে দেশে ভোট বিল্পব ঘটবে এবং গত ১০ বছরের এ সরকারের দলীয় শাসনের অবসান ঘটবে। 

এ কয়েক বছর ধরে বিরোধী দলীয় সব শ্রেণির মানুষের ওপর নির্মম অত্যাচর, নির্যাতন, হামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি চলছে। এসব ঘটনা সরকারের মদদেই হয়েছে, যোগ করেন মওদুদ।

 

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে গিয়ে এসব কথা বলেন তিনি।  

ব্যারিস্টার মওদুদ আরো বলেন, আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক চর্চা ছিল শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, সুন্দর পরিবেশ চাই। এলাকার মানুষ আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। আমাদের দাবি, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। এবার দেশের ভোটাররা ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেবে।  

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।