ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

তাড়াশে বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
তাড়াশে বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগ বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ: নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির নির্বাচনী সভায় হামলা চালানো হয়েছে  বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার আংশিক) আসনের  বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর)  বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় নিজ বাসভবনে আয়োজতি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।  

রায়গঞ্জ-তাড়াশ বিএনপির ঘাঁটি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘জনগণ এ আসনে আমাকে চারবার নির্বাচিত করেছে।

পরাজয়ের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতার পথ বেছে নিয়েছে। যাতে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকতে না পারে। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না। বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরবে। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, অমর কৃষ্ণ দাস, সলঙ্গা থানা বিএনপি নেতা মেহদী হাসান পারভেজ প্রমুখ।  

বিএনপি নেতাদের দাবি, বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে তাড়াশে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দু’টি মাইক্রোবাস ভাংচুর করা হয়। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।