ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বিএনপি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে: হানিফ কুষ্টিয়া ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।  

গণস্বাস্থ্যনগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহর এক বক্তব্যে বিষয়ে মন্তব্য করতে গিয়ে হানিফ বলেন, ডা. জাফরুল্লাহ একজন মুক্তিযোদ্ধা।

সাধারণত যাদের বয়স বেশি হয়ে যায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনিও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। তার কথা আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুসতানজিদ, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, আরএমও ডা. তাপস কুমার সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।