ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বান্দরবান জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বান্দরবান জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

বান্দরবান: পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবান জেলা যুবদলের সভাপতি হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌধুরী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা যায়, যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিকেল ৪টার দিকে শহরের চৌধুরী মার্কেটের বিএনপি কার্যালয়ে সমাবেশের আয়োজন করে বান্দরবান জেলা যুবদল।

এসময় বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। সমাবেশে যাওয়ার সময় নেতাকর্মীদের তল্লাশিও চালানো হয় বলে অভিযোগ করে নেতাকর্মীরা। পরে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুবদল সভাপতি হারুণকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে মিছিল থেকে পুলিশের উপর হামলার মামলায় যুবদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।