ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

করোনার কালে যুব সমাজকে মানুষের পাশে দাঁড়াতে হবে: টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ১৩, ২০২০
করোনার কালে যুব সমাজকে মানুষের পাশে দাঁড়াতে হবে: টুকু

ঢাকা: করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কষ্টের মধ্যে আছে। দিন আনে দিন খায়, এরকম মানুষদের ঘরে খাবার নেই। এ মানুষদের কাছে সরকারি ত্রাণ পৌঁছায় না। এ পরিস্থিতিতে দুঃস্থ, অসহায় মানুষের পাশে দেশের যুব সমাজকে দাঁড়াতে হবে বলে অভিমত জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

বুধবার (১৩ মে) ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আড়াই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের আগে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে টুকু বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে যুবদল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সহযোগিতার চেষ্টা করে আসছে।

এ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ১৩ লাখেরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বাররা সরকারি ত্রাণ চুরি নিয়ে ব্যস্ত।  
 
টুকু আরও বলেন, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের সার্বিক তত্ত্বাবধানে সাভার থানা, সাভার পৌরসভা, শিমুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়নের আড়াই হাজার পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কারা দেশের মানুষের কথা ভাবে। বিএনপিই দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবে।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ,  ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল কবির জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক, মেহফুজুল আলম সাগর, বদিউল আলম সুমন, স্বেচ্ছাসেবক দলের আব্দুল মালেক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।