ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় ইমতিয়াজ আহমেদের উপন্যাস 'শূন্যতা ছুঁয়ে যায়'

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
মেলায় ইমতিয়াজ আহমেদের উপন্যাস 'শূন্যতা ছুঁয়ে যায়' ‘শূন্যতা ছুঁয়ে যায়’ উপন্যাসের প্রচ্ছদ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও তরুণ লেখক ইমতিয়াজ আহমেদের নতুন উপন্যাস ‘শূন্যতা ছুঁয়ে যায়’। 

বইটি সম্পর্কে লেখক জানান, চিরাচরিত প্রেম-ভালোবাসা উপজীব্য করে লেখা হয়েছে উপন্যাসটি। বুকের ভেতর যত্ন করে পুষে রাখা বিভিন্ন কষ্ট নিয়ে সমাজে টিকে থাকার মানসিক শক্তি ফুটে উঠেছে কাহিনীপটে।

রয়েছে দৃশ্যমান সম্পর্কের বাঁধন ছিঁড়ে যাওয়ার পরও ভালোবাসার প্রগাঢ় মমত্ববোধের গোপন দীর্ঘশ্বাস।

বইটি প্রকাশ করেছে 'দাঁড়িকমা প্রকাশনী'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।

এর আগে ইমতিয়াজ আহমেদের গল্পগ্রন্থ ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ প্রকাশিত হয় ২০১৭ সালের গ্রন্থমেলায়। দাঁড়িকমা প্রকাশনীর এ বইটিও নতুন উপন্যাসটির সঙ্গে পাওয়া যাবে গ্রন্থমেলার ৬৬৬ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।