বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে বৃষ্টি শুরু হওয়ার পর তা স্থায়ী হলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মেলার কার্যক্রম স্থগিত করা হয়।
এ বিষয়ে মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার মেলা যথাসময়ে শুরু হবে বলেও জানান তিনি।
এদেক বুধবার বিকেল থেকেই গ্রন্থমেলা চত্বরে ভিড় জমান হাজারো বইপ্রেমী। এসময় তারা মেলা ঘুরে ঘুরে কিনে নিচ্ছিলেন পছন্দের বইটি। মেঘলা আবহাওয়া হওয়ায় তারা বেশ খোশ মেজাজেই ঘুরছিলেন গ্রন্থমেলার দুই প্রাঙ্গণ। তবে ঘণ্টাখানেক পরেই বৃষ্টি এসে হানা দেয় মেলায়।
বিকেল সাড়ে চারটার দিকে ধীর গতিতে শুরু হওয়া বৃষ্টি ক্রমেই বাড়তে থাকে। এসময় মেলার দর্শনার্থীরা যেমন এদিক ওদিক ছুটেছেন নিজেদের একটু শুকনো রাখতে, অনেকেই বেরিয়ে গেছেন মেলা প্রাঙ্গণ থেকে।
ফলে বৃষ্টি শুরুর অল্পকিছুক্ষণের মধ্যেই হাজার প্রাণের উচ্ছ্বাসে জমে ওঠা মেলার মাঠ প্রায় পুরোটাই জনশূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। এদিন মেলার দ্বার খুলবে বিকেল ৩টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করা হবে। এছাড়া অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৯, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৯, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯/আপডেট: ১৯২৮ ঘণ্টা
এসকেবি/এইচএমএস/এমএ