ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বঙ্গবন্ধুর জন্মোৎসবে রাজশাহীতে শুরু ‘বইমেলা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মোৎসবে রাজশাহীতে শুরু ‘বইমেলা’

রাজশাহী: রাজশাহীতে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর ভবনের গ্রিনপ্লাজায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

রোববার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব কবি শেখ হাফিজুর রহমান। উৎসব উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা গ্রিনপ্লাজায় থাকা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ প্রথমবারের মতো এর আয়োজন করেছে।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন।  মেলার একটি স্টলে বইয়ের পাল্টা উল্টে দেখছেন এক পড়ুয়া।  ছবি: বাংলানিউজঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেণী প্রমুখ।

১০ দিনব্যাপী বইমেলায় মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি, ঐতিহ্য, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, ব-দ্বীপ, আলো ঘর, অনন্যা, বিদ্যাসাগর, বিদ্যাপ্রকাশ, নন্দিতা প্রকাশ, মেঘ প্রকাশনীসহ অনেক অভিজাত প্রকাশনী রয়েছে।  

মেলা প্রতিদিন সকালে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসএস/এইচএ/

** রাজশাহীতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।