ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্কয়ার মাতার ৯১তম জন্মদিনে উদ্বোধন হলো অনিতা সেন্টার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
স্কয়ার মাতার ৯১তম জন্মদিনে উদ্বোধন হলো অনিতা সেন্টার

ঢাকা: ৫ আগস্ট স্কয়ার মাতার ৯১তম জন্মদিন। আর এদিনটিকে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এ ভবনের নামকরণ করা হয়েছে ‘অনিতা সেন্টার’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা ও স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা।

এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এ ভবন ‘অনিতা সেন্টার’ স্কয়ার টেক্সটাইলস পিএলসি এর নতুন কর্পোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।