ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি বৃহস্পতিবার (৪ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করে।  

ওয়ান ব্যাংক সব সময় কমপ্লায়েন্স ইস্যু অনুসরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাবলী ও ISO 27001:2013 সার্টিফিকেশন অনুযায়ী অগ্নিনির্বাপণের সব ধরনের কৌশল অবলম্বনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়।  

এ প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সহজেই অফিস ও বাসাতেও অগ্নিনির্বাপণ করতে সক্ষম হবেন। এ মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ওয়ান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্নিনির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন সংক্রান্ত একটি বাস্তবসম্মত প্রশিক্ষণের আয়োজন করে।

এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ সব বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।