ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
ওয়ান ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংকের সম্মানিত গ্রাহক ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

 

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন ও পরিচালক অনন্যা দাশ গুপ্ত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  

অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এতে ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী, পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।