ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জানেন না কোহলির ঘটনা, কেন সিরাজ বলেছিলেন ‘চুপ’ করতে?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
জানেন না কোহলির ঘটনা, কেন সিরাজ বলেছিলেন ‘চুপ’ করতে? ছবি : শোয়েব মিথুন

বিরাট কোহলিকে ফিরিয়ে তখন দলের সবাই উৎসবে মাতোয়ারা। ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ব্যাট করতে নামা ভারতের ৪ উইকেট বাংলাদেশ তাদের চার উইকেট তুলে নেয় ৩৭ রানে।

উচ্ছ্বাস তাই স্বাভাবিকই। কিন্তু এর মধ্যে ড্রেসিং রুমে ফেরার পথে বাংলাদেশের ক্রিকেটারদের জটলার দিকে এগিয়ে আসেন কোহলি।  

বোঝা যাচ্ছিল, কারো সঙ্গে তর্কে জড়িয়েছেন ভারতের ক্রিকেট তারকা। এরপর অবশ্য সাকিব আল হাসান ও আম্পয়াররা মিলে তাকে শান্ত করে সাজঘরে ফেরত পাঠান। তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন লিটন দাস ও মোহাম্মদ সিরাজ।  

দুজনেই দাবি করেছেন, কোহলির সঙ্গে ঘটনাটি তারা জানেন না। লিটন তখন মাঠেই ছিলেন, তিনি কোহলির এগিয়ে আসা নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আমি জানি না কী হয়েছে। তাৎক্ষণিক কী হয়েছে আমি জানি না। ’

সিরাজ বলছেন, তার নজরই তখন মাঠের ভেতরে ছিল না, ‘সত্যি বলতে আমি তখন আইস বাথ নিচ্ছিলাম, তাই বলতে পারছি না তখন কী হয়েছে। সোজা আইস বাথে চলে যাই। জানি না আসলে কী হয়েছে। ’

ম্যাচে লিটনকে আউট করেও বাড়তি উদযাপন করতে দেখা যায় মোহাম্মদ সিরাজকে। এই পেসার অবশ্য বলছেন, সেটি ছিল দর্শকদের উদ্দেশ্যে, ‘দর্শকেরা চিৎকার করছিল, এ কারণেই। তারা কিছু একটা বলছিল, তাই তাদের দিকে এমন করেছি। ’

লিটন দাসের সঙ্গে সিরিজজুড়ে কয়েকবারই বিবাদে জড়িয়েছেন সিরাজ। যদিও তিনি বলছেন, বাংলাদেশি ব্যাটারের সঙ্গে তার কোনো ধরনের লড়াই নেই, ‘লিটনের সঙ্গে কিছুই নেই। এটা তো ভদ্রলোকের খেলা। আর এত ভাবার কিছুও নেই। পেস বোলাররা একটু কথা বলবেই, ব্যাটারদের মনোযোগ সরাতে চাইবে। এমন ব্যাপার থাকবেই। এটাই মজা। ’

বাংলাদেশ সময় : ১৮৫৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।