মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার ক্যামেরন গ্রিন তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপর। তার বোলিং ঝড়ে ১৮৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা। ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করেছিল ডিন এলগারের দল। একটা সময় ১ উইকেটে ছিল ৫৮ রান। সেখান থেকে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারিরা।
দলের ঘোর বিপদে হাল ধরেন কাইল ভেরেইনা আর মার্কো ইয়ানসেন। ১১২ রানের জুটি গড়ে বিপদ কাটিয়েই ফেলেছিলেন তারা। কিন্তু ভেরেইনা ৬৫তম ওভারে ৫২ রান করে গ্রিনের শিকার হওয়ার পর ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। পরের ওভারে মার্কো ইয়ানসেনকেও (৫৯) তুলে নেন ডানহাতি এই পেসার।
১০ রানে শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬৮.৪ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। গ্রিন মাত্র ২৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। দুটি উইকেট শিকার মিচেল স্টার্কের।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এআর