ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পুরুষদের টেস্টে এবারই প্রথম যা ঘটল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
পুরুষদের টেস্টে এবারই প্রথম যা ঘটল 

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন রচিত হলো ইতিহাস। পুরুষদের ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে যা এর আগে কখনোই হয়নি।

এবারই প্রথম সেই নজির গড়লেন কিউই উইকেটকিপার টম ব্লান্ডেল।

করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু ১৯ রানের ভেতরই হারিয়ে ফেলে দুই উইকেট। দুই ব্যাটারই ব্লান্ডেলের স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন। পুরুষদের টেস্টে কোনো দলের প্রথম দুই ব্যাটার স্টাম্পিংয়ে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম।

দিনের চতুর্থ ওভারেই স্পিনার এজাজ প্যাটেলের হাতে বল তুলে দেন কিউই অধিনায়ক টিম সাউদি। এজাজের তৃতীয় বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ওপেনার আব্দুল্লাহ শফিক। সপ্তম ওভারে শান মাসুদকে ফেরান মাইকেল ব্রেসওয়েল।  

সর্বোপরি টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা। ১৯৭৬ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া নারী দলের টেস্টে এমনটা ঘটেছিল।

এদিকে, এই টেস্টের মধ্য দিয়ে পাকিস্তানের ২০ বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউজিল্যান্ড। সবশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল তারা। অন্যদিকে চার বছর পর আবারও টেস্ট খেলার সুযোগ পেলেন পাকিস্তান উইকেটকিপার সরফরাজ আহমেদ। ক্যারিয়ারের ৫০ তম ম্যাচ হলেও ঘরের মাটিতে এটাই তার প্রথম টেস্ট।    

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।