ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বরখাস্ত হওয়ার পর নীরবতা ভাঙলেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
বরখাস্ত হওয়ার পর নীরবতা ভাঙলেন রমিজ রাজা

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নীরবতা ভাঙলেন রমিজ রাজা। সমালোচনা করলেন নতুন ম্যানেজমেন্ট কমিটির।

এভাবে যে মুহূর্তের ভেতর সবকিছু ওলট-পালট হয়ে যাবে সেটা তিনি ভাবতেও পারেননি।

গত এপ্রিলে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের পরপরই গুঞ্জন ছিল পিসিবির চেয়ারম্যান পদে আসতে পারেন নাজাম শেঠি। কিন্তু তারপরও দায়িত্ব চালিয়ে যেতে থাকেন রমিজ রাজা। তবে কিছুদিন আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর ক্ষমতা ধরে রাখতে পারেননি তিনি। গত ২১ ডিসেম্বর রাজত্ব একপ্রকার কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে।

যা মানতে পারেননি রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এটা ক্রিকেটারদের সঙ্গে আচরণের খুবই অসম্মানজনক উপায়। নাজাম শেঠিকে বসানোর জন্য পাকিস্তান সরকার পিসিবির পুরো সংবিধান বদলে দিয়েছে। আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি। ’

পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন নাজাম শেঠি। তবে রমিজ রাজার মতে, নাজাম শেঠির ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘নাজাম শেঠি জানেন না তিনি কয় মাস পিসিবিতে থাকবেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহই নেই। তিনি কেবল পিসিবিতে ক্ষমতা চান। নাজাম শেঠি পিসিবির হেডকোয়ার্টারে এমনভাবে আক্রমণ করেছিলেন যে, আমি আমার অফিস থেকে মালামাল পর্যন্ত নিতে পারিনি। এফআইএ (ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি)- এর রেইডের মতো পিসিবিতে হানা দিয়েছে তারা। ’ 

পিসিবির এই পালাবদল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ওপর চাপ বয়ে আনতে পারে বলে ধারণা রমিজ রাজার। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমি কর্তৃত্বপূর্ণ অধিনায়কে বিশ্বাসী কিন্তু বাবর আজমকে তার অধিনায়কত্বে উন্নতি আনতে হবে। পিসিবির নতুন শ্রেণিবিন্যাস বাবরের উপর চাপ প্রয়োগ করবে। কারণ অধিনায়ককে এখন পিসিবির নতুন ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে হবে চলতি মৌসুমে। ’

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২ 
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।