ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মার্তিনেস ফুটবলের সবচেয়ে ঘৃণিত নয়, ‘বিশ্বের সেরা গোলরক্ষক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
মার্তিনেস ফুটবলের সবচেয়ে ঘৃণিত নয়, ‘বিশ্বের সেরা গোলরক্ষক’

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে। ৩৬ বছর পর তাদের শিরোপা এনে দেওয়ার অন্যতম বড় কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

তাকে নিয়ে এবার ফ্রান্সের সাবেক তারকা আদিল রামির সঙ্গে তর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া।

কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জেতেন মার্তিনেস। এরপর অদ্ভূত ভঙ্গিতে উদযাপন করেন তিনি। যেটিকে অনেকের কাছেই মনে হয়েছে ‘অশ্লীল’। এরপর বিশ্বকাপ জয় উদযাপনেও মার্তিনেস বিতর্কে জড়িয়েছেন। ড্রেসিং রুমে এক মিনিট নীরবতার ঘটনার পর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মুখের পুতুল হাতে বুইন্স আইরেসে দেখা যায় তাকে।

এসব ব্যাপার সহ্য হয়নি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার রামির। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মার্তিনেসকে ‘ফুটবলের সবচেয়ে ঘৃণিত’ মানুষ বলে দাবি করেন। এবার তাকেই জবাব দিয়েছেন আর্জেন্টিনার সতীর্থ দি মারিয়া। রিপ্লাইতে তিনি বলেছেন, ‘মার্তিনেস বিশ্বের সেরা গোলরক্ষক। অন্য জায়গায় গিয়ে কান্না করো। ’ 

পরে ফের দি মারিয়াকে জবাবে রামি টুইট করে লিখেছেন, ‘তুমি কি আমাকে শেখাতে পারবে?’ এমন টুইটের সঙ্গে দি মারিয়ার কয়েকটি ছবিও জুড়ে দেন ফরাসি তারকা। বিভিন্ন সময়ে মারিয়ার কান্নার ছবি সেগুলো। মূলত বিভিন্ন সময়ে দি মারিয়ার আবেগী হওয়ার মুহূর্তগুলোকে কাজে লাগিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৭৩৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।