ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বোর্ডের তো অনেক টাকা, বিপিএলে ডিআরএস থাকা উচিত’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
‘বোর্ডের তো অনেক টাকা, বিপিএলে ডিআরএস থাকা উচিত’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিত্যসঙ্গী বিতর্ক। গত কয়েক আসরে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়েও কম আলোচনা হয়নি।

বেশ সমালোচনার জন্ম দিয়েছিল এই প্রযুক্তি পুরোপুরি না থাকায়।

এবারের বিপিএলেও এলিমিনেটরের আগে দেখা যাবে না ডিআরএস। ফাইনালসহ মোট চার ম্যাচে ব্যবহার হবে এই প্রযুক্তি। ডিআরএস না থাকায় মন খারাপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মিরপুরে রোববার দলের অনুশীলনের পর তিনি বলেছেন, ডিআরএস থাকা উচিত ছিল।

তিনি বলেন, ‘এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই। যে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন। আমার মনে হয় আপনারা যেহেতু অনেক সময় পেয়েছিলেন, আপনাদের বোর্ডের এখন অনেক টাকা... আমার মনে হয় এসব টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের (বিসিবি) তো টাকার অভাব নেই। তো আমার কাছে মনে হয় এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত। ’

বিপিএলের সবচেয়ে সফল কোচদের একজন সালাউদ্দিন। গত আসরেও তার হাত ধরে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও গড়েছে বেশ শক্তিশালী দল। সাফল্যের রহস্য কী? সালাউদ্দিন বলছেন, তাদের হাতে খুব বেশি কিছু থাকে না।

তিনি বলেন, ‘দলের সাফল্য ব্যর্থতা আপনারা অনেক সময় কোচদের দেন। এটা আসলে কোচদের হাতে খুব বেশি কিছু নেই। আপনার হাতে যদি প্রতিভা না থাকে, ক্রিকেটার না থাকে; তাহলে আপনি যত বড় কোচই হোন না কেন, ম্যাজিক দেখানো সম্ভব না। ’

‘কুমিল্লা দলের ভালো ফল হওয়ার মূল কারণ আমরা যখন দল বানাই তখন অনেক চিন্তাভাবনা করি। সবসময় চেষ্টা করি লোকাল খেলোয়াড়রা যেন ভালো সুযোগ পায়। কারণ আমার দেশের ক্রিকেটাররা যদি ভালো সুযোগ না পায় তাহলে টিম রেজাল্ট করা খুব কঠিন হয়ে যায়। ’

আগামী ৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কুমিল্লার বিপিএল অভিযান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।