ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিআরএস নিয়ে চিন্তা করার সময় নেই: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ডিআরএস নিয়ে চিন্তা করার সময় নেই: মিরাজ ছবি : শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতবারে মতো এবারের আসরেও প্রথম রাউন্ডে থাকছে না ‘ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’।  যে কারণে গতকাল নিজের হতাশার কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তবে আজ সালাউদ্দিনের বিপরীত সুরেই কথা বললেন ফরচুন বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুধুমাত্র এলিমিনেট ও ফাইনালেই থাকবে পূর্ণাঙ্গ ডিআরএস। তার আগে রাউন্ড রবিন ভিত্তিক প্রতিটি ম্যাচেই ব্যবহার করা হবে আল্টারনেটিভ ডিআরএস। গত আসরেও সেটা ব্যবহার করা হয়েছিল। তবে এই আল্টারনেটিভ ডিআরএস খুব একটা কার্যকরী প্রভাব ফেলতে পারেনি ম্যাচে। যার ফলে, আম্পায়ার ভুল সিদ্ধান্তের কারণে অনেক ম্যাচেরই পরিস্থিতি বদলে যায়।

কিন্তু ডিআরএস না থাকা নিয়ে কোনো চিন্তাই নেই মিরাজের। আজ অনুশীলন করতে এসে ফরচুন বরিশালের এই অলরাউন্ডার বলেন, ‘দিনশেষে তো আমাদের মাঠে খেলতে হবে। এটা আমাদের চিন্তা না, আমার এটা নিয়ে চিন্তা করতে পারব না। আমাদের এটা নিয়ে চিন্তা করারও সময় নেই। আমরা চিন্তা করব কিভাবে পারফর্ম করতে পারি, কিভাবে ভালো খেলতে পারি। ম‌্যানেজমেন্ট যারা আছে তাদের এটা সিদ্ধান্ত। ’

‘এটা হলে তো সবার জন‌্য সুবিধা হয়। খেলোয়াড়ের জন‌্য সুবিধা হয়। যারা ব্যবস্থা করছে তাদেরই সিদ্ধান্ত। হয়তো কোনো সমস্যা নেই, হয়তো কোনো সমস‌্যার কারণে আনতে পারছে না, এটা ত‌াদের ব‌্যাপার। আমি মনে করি, যে সমস‌্যাগুলো আছে সেগুলো সমাধান করে নিয়েও আসতে পারে। ’

২০২২ সালে দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন মিরাজ। ব্যাট হাতে তার অসাধারণ পারফরম্যান্সে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। কিছুদিন আগে এক অনুষ্ঠানে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন মিরাজকে ওপেনিংয়ে পাঠাবেন তিনি।

তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ব্যাটিং পজিশন নিয়ে কিছুই জানানো হয়নি মিরাজকে। ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পেলে তা লুফে নেবেন এই অলরাউন্ডার, ‘অবশ‌্যই টিম ম‌্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত নেবে (ওপেনিং প্রসঙ্গে)। এখনো সময় বাকি আছে। টিম ম‌্যানেজমেন্টের সিদ্ধান্ত আসবে কোন জায়গায় ব‌্যাটিং করবো। আমি মনে করি টিমের পজিশন অনুযায়ী আমাকে যেখানেই খেলাবে, সব সময় এই কথাটা বলে এসেছি। আমি চাইব যে ওপরে ব‌্যাটিং করার জন‌্য নিজে থেকে। তারাও আত্মবিশ্বাসী আছে। দেখি শেষ পর্যন্ত কি হয়। ’

বিপিএলে গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন মিরাজ। দলটির অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই দল ছাড়তে চেয়েছিলেন এই অলরাউন্ডার। এবার অবশ্য ফরচুন বরিশাল দলে টেনেছে তাকে। সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদদের সতীর্থ হয়ে প্রথমবারের মতো পেতে চান চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
মিরাজ বলেন, ‘আশা রাখছি অবশ‌্যই চ‌্যাম্পিয়ন হব। বিপিএলে এনিয়ে ছয়বার খেলব। দুইবার ফাইনাল খেলেছি। একবারও চ‌্যাম্পিয়ন হতে পারিনি। চ‌্যাম্পিয়নের স্বাদ একবারও নিতে পারিনি। আই হোপ এবার চ‌্যাম্পিয়ন হবো। ’ 

‘অবশ‌্যই আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমাদের দলে সাকিব ভাই আছেন। শেষ বছরও খেলেছেন। রিয়াদ ভাই আছেন। আমি আছি, এবাদত আছে, খালেদ আছে। জাতীয় দলের প্রায় অনেক খেলোয়াড় আছে। ’

নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।