ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে সাকিব, পাকিস্তানে নাফির পছন্দ বাবর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বাংলাদেশে সাকিব, পাকিস্তানে নাফির পছন্দ বাবর

এখন অবধি খেলেননি কোনো স্বীকৃত ম্যাচ। এবারের বিপিএলে যে কয়জন ক্রিকেটারকে নিয়ে সমালোচনা বেশ, তাদের একজন খাজা নাফি।

পাকিস্তানের এই ক্রিকেটার আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।

মূলত কাশ্মীর প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য খ্যাতি তার। এই ক্রিকেটার অবশ্য ছিলেন না দলের প্রথম ম্যাচের একাদশে। রোববার অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন খাজা নাফি।

তিনি বলেন, ‘পুরো পাকিস্তানেরই ফেভারিট বিশ্বমানের ব্যাটার বাবর আজম, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। বাংলাদেশে সবচেয়ে প্রিয় সাকিব আল হাসান। ’

বিপিএলে এবার শুরুটা একদমই ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। ওই ম্যাচের পর দলের বার্তা কী ছিল?

নাফি বলেছেন, ‘তেমন কিছু বলেনি, শুধু বলেছে কোনো চিন্তা নাই। পরের ম্যাচে ভালো করবো। প্রস্তুতি নিতে এসেছি, কোচ ব্যাটার-বোলারদের সঙ্গে কাজ করছে। ইনশাআল্লাহ পরের ম্যাচে ভালো করবো। ’

সুযোগ পেলে কী প্রত্যাশা থাকবে এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের ব্যাটার বলেন, ‘ইনশাআল্লাহ, দোয়া করেন। প্রথম ম্যাচ পেলে পারফর্ম করবো। পিচ ও পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।