ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে পিচ করা বলটি স্টাম্পের দিকে টেনে আনলেন বিয়র্ন ফরতেইন। তাতেই অভিজাত এক ক্লাবে নাম লেখালেন রশিদ খান।

বয়স কেবল ২৪, কিন্তু এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে গেলেন এই আফগান লেগ স্পিনার।

ক্লাবে ঢুকতে তিন উইকেট প্রয়োজন ছিল রশিদের। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ২০ টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ঠিকই তিন উইকেট তুলে নেন এমআই কেপটাউনের অধিনায়ক।  নিজের প্রথম ওভারে শিকার করেন কুশল মেন্ডিসকে। এরপর তার ফাঁদে পড়েন রাইলি রুশো।  

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে অবশ্য রশিদই প্রথম নয়। ২০২০ সালে এই মাইলফলক ছুঁয়ে দেখান ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৬১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। তার ঠিক পরেই আছেন রশিদ। ৪৭৪ উইকেট নিয়ে তিনে সুনীল নারাইন। চারে থাকা দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের উইকেট সংখ্যা ৪৬৬। ৪৩৬ উইকেট নিয়ে পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।