ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিনিশাররা ১২ ম্যাচে দুইটা জেতালেই খুশি থাকতে বলছেন সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ফিনিশাররা ১২ ম্যাচে দুইটা জেতালেই খুশি থাকতে বলছেন সোহান

ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি করতে হয় ফিনিশারদের। শেষদিকে নেমে ম্যাচ জেতানোর দায়িত্ব থাকে তাদের ওপর।

হেরে গেলে সমালোচনার মুখে পড়তে হয়, জিতলেও বেশির ভাগ সময় পাওয়া হয় না কৃতিত্ব। নুরুল হাসান সোহান ব্যাপারটা বুঝেন ভালোভাবেই।

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করছেন তিনি। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৭ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৬১ রান করেন সোহান। এরপর বলেছেন, বিপিএলের ১২ ম্যাচের দুইটিতে ফিনিশাররা জেতালেই খুশি হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন, যদি ১২টা ম্যাচ থাকে এর ভেতরে যারা ৭-৮ নম্বরে ব্যাট করে, নিচের দিকে ব্যাট করে ফিনিশার রোলে, দুইটা ম্যাচ জেতাতে পারে মোর দ্যান হ্যাপি। আমার কাছে মনে হয় যে যাদের এই রোলটা থাকবে, তারা যদি ওই চিন্তা করে আমি মারতে গেলে আউট হবো..কারণ ওই সময় একটা ওপেনার যখন টপ অর্ডারে থাকে, তার একটা সুযোগ থাকে ইনিংস গড়ার। ’

‘যে ছেলেটা ৬,৭,৮ এ নামে তার গিয়ে প্রথম বল থেকেই খেলা লাগবে। তার কাছ থেকে ওই ভয়হীন জিনিসটাই গুরুত্বপূর্ণ, তারে ওভাবে ছেড়ে দেবেন। ১২ টা ম্যাচের মধ্যে দুইটাতে যদি ফিনিশ করতে পারে, ওকে, হ্যাপি। ৬, ৭, ৮ যে জায়গাটা আছে, একদিন একজন জেতাবে, আরেকদিন আরেকজন জেতাবে। আমি যেটা বললাম টিম এফোর্টটা গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ দলেও ফিনিশার সংকট আছে। বিপিএলে কেবল এই কয়েকটা ম্যাচ খেলে তাদের পক্ষে কি নিজেকে চেনানো বা প্রস্তুতি নেওয়া সম্ভব? সোহান বলছেন, উন্নতি হবে ধীরে ধীরে।

তিনি বলেছেন, ‘এরকম সিচুয়েশনে যে যত ভালো খেলবে। যে যত করতে পারবে...আমি যেটা বললাম দুইটা যদি করতে পারে, দুটার জায়গায় তিনটা করতে পারে, চারটা করতে পারবে।  আস্তে আস্তে তার আত্মবিশ্বাস বিল্ড করবে। আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি কাজে দেবে। ’

বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।