ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নারী প্রিমিয়ার লিগে দল পাননি জাহানারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নারী প্রিমিয়ার লিগে দল পাননি জাহানারা

আইপিএল দিয়ে ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে ভারত। এবার প্রথমবারের মতো নারীদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে তারা।

এর আগে অবশ্য ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে একটি টুর্নামেন্ট হতো। যেখানে দুটি আসর খেলেছেন জাহানারা আলম। কিন্তু নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দল পাননি বাংলাদেশি পেসার।

আজ মুম্বাইয়ে চলছে ডব্লিউপিএলের নিলাম। যেখানে নাম আছে ৯ বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে অবশ্য জাহানারার নাম উঠে গেছে নিলাম বোর্ড। কিন্তু পাঁচ দলের কেউই তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ডানহাতি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি।

জাহানারার পর ৮ নম্বর সেটে নাম উঠবে সালমা খাতুনের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ভিত্তি মূল্য ৪০ লাখ রুপি। ১০ নম্বর সেটে আছেন তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখান তিনি। তার ভিত্তি মূল্য ২০ লাখ রুপি। ১২ নম্বর সেটে ৩০ লাখ রুপি ভিত্তি মূল্য নিয়ে আছেন  বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  

জাহানারার মতো ৪০ লাখ রুপি ভিত্তি মূল্য অলরাউন্ডার রুমানা আহমেদের। তার নাম আছে ১৩ নম্বর সেটে। একই সেটে আছেন  নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। তাদের সবার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এএইচএস  
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।