ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসের ছক্কার বিশ্বরেকর্ডের পর ব্রডের আগুনে বোলিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
স্টোকসের ছক্কার বিশ্বরেকর্ডের পর ব্রডের আগুনে বোলিং

আর কয়েক মাস পরই বয়স গিয়ে ৩৭-এর কোটায়। বোলিংয়েও এর প্রভাব কিছুটা স্পষ্ট, তাই কমছে ধার।

কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে আজ সেই পুরোনো স্টুয়ার্ট ব্রডকেই দেখা গেল। কৃত্রিম আলোর নিচে গোলাপি বলে আগুন ঝরানো এক স্পেল  উপহার দেন ডানহাতি এই পেসার। তাতে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৯৪ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। কিন্তু লক্ষ্যটা আপাতত স্বাগতিকদের জন্য পাহাড়সমই। কেননা ৫ উইকেটে ৬৩ রান নিয়ে দিনশেষ করেছে তারা। পাঁচ উইকেটের মধ্যে একাই চারটি শিকার করেন ব্রড। চারটিতেই বোল্ড করেন ব্যাটারদের।

সকালে টিম সাউদিকে দেখে বোলিংয়ের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনেন ব্রড। ওবোল সিম নিয়ে যতটা সম্ভব জোরে বল ছেড়েছেন। সেই ফাঁদে পড়েই স্টাম্প হারান ডেভন কনওয়ে (২), টম ল্যাথাম (১৫), কেন উইলিয়ামসন (০) ও টম ব্লান্ডেলরা (১)। বাকি একটি উইকেট নেন ওলি রবিনসন। কিউইদের হয়ে ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল অপরাজিত আছেন ২৫ রানে।

এর আগে ৭৯ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। জো রুট (৫৭), হ্যারি ব্রুক (৫৪) ও বেন ফোকসের (৫১) ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের বড় সংগ্রহ পায় তারা। ৩১ রান করেন অধিনায়ক বেন স্টোকস। দুই ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের বিশ্বরেকর্ডটি নিজের করে নেন এই অলরাউন্ডার। ছাড়িয়ে যান ১০৭ টি ছয় মারা সাবেক কিউই ব্যাটার ও বর্তমানে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। বর্তমানে টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা ১০৯ টি।

এদিকে নিজেদের আজ অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন অ্যান্ডারসন-ব্রড জুটি। একসঙ্গে খেলার ম্যাচে সম্মিলিতভাবে তাদের উইকেট সংখ্যা এখন ১০০৫। ছাড়িয়ে গেছেন ১০০১ উইকেট নেওয়া ম্যাকগ্রা-ওয়ার্ন জুটিকে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।