ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হেসে সাকিব বললেন, ‘আমার সম্পর্কে মিডিয়ার সবই গুজব’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
হেসে সাকিব বললেন, ‘আমার সম্পর্কে মিডিয়ার সবই গুজব’

সাকিব আল হাসান মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন। তবে আলোচনার দিক থেকে তিনিই থাকেন সবার শীর্ষে।

সত্য-মিথ্যা মিলিয়ে সবসময়ই তিনি থাকেন খবরে। এত কথার ভিড়ে এমন কিছু কি আছে যেটা শুনে সাকিবের কাছে খুব হাস্যকর লেগেছে?

এমন একটি প্রশ্নই বৃহস্পতিবার ভেসে গিয়েছিল সাকিব আল হাসানের উদ্দেশ্যে। এই অলরাউন্ডার মজা করেই দিয়েছেন উত্তর। একটি বিপণীবিতান প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে, সবই গুজব। ’ সাকিবকে তখন উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করেন কোনটা বেশি হাস্যকর। তিনি এরপর জবাব দেন, ‘সবগুলোই তো, আমার কাছে খুব হাস্যকর। কারণ প্রতিটিই গুজব। ’

মূলত এসব প্রশ্ন এসেছিল সাকিবের ভক্তদের কাছ থেকেই। এর মধ্যে একটি ছিল তার স্মরণীয় মুহূর্ত নিয়ে। এই প্রশ্নে সাকিব বলেছেন, ‘অনেকগুলো আছে। তবে এখন অবধি পছন্দ করতে হলে ২০১৯ বিশ্বকাপে ব্যক্তিগতভাবে। ’

সাকিবকে অনুপ্রেরণা মানেন তার লাখো সমর্থক। সাকিব আল হাসান কাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন? প্রশ্নটি করা হলে নির্দিষ্ট করে কোনো উত্তর দেননি সাকিব।  

তিনি বলেছেন, ‘ক্রিকেটের কথা যদি চিন্তা করি। একেকজন খেলোয়াড়কে অনুসরণ করা ঠিক না- তাদের খেলা থেকে শেখার চেষ্টা করতাম। ব্যাটিংয়ের দিক থেকে সাইদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ছিল। বোলিংয়ে সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরামের বোলিং পছন্দ হতো খুব। যদিও সে পেস বোলার ছিল। আর অনুপ্রেরণা বললে আব্বু-আম্মু। ’

বাংলাদেশ সময় : ২০৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।