ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার সাত হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এবার সাত হাজারি ক্লাবে মুশফিক

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম।

আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটার।

 

আজকের ম্যাচের আগে ৭ হাজার রান থেকে ৫৫ রান দূরে ছিলেন মুশফিক। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও স্বভাবজাত আগ্রাসী ব্যাটিং দিয়েই শুরু করেন তিনি। মাত্র ৩৩ বলে তুলে নেন দারুণ এক ফিফটি। পরের ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান সাত হাজারি ক্লাবে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাত হাজার রানের মাইলফলকে অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাংলাদেশের জার্সিতে সবার আগে এই কীর্তি স্পর্শ করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার অবশ্য প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আট হাজারি ক্লাবেও প্রবেশ করেছেন তিনি।

সবমিলিয়ে বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক তামিম। ২৩৬ ম্যাচে তার সংগ্রহ ৮ হাজার ১৬৯ রান। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের নামের পাশে আছে ৭ হাজার ৮৬ রান। আর তিনে থাকা মুশফিক এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ হাজার ৩০ রানের মালিক। এই তিন জন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত পাঁচ হাজারি ক্লাবেও প্রবেশ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।