ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিম-লিটনের উড়ন্ত শুরুতে জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
তামিম-লিটনের উড়ন্ত শুরুতে জয়ের পথে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে উড়ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তামিম ইকবাল ও লিটন দাস।

 

প্রথম ওভারে ৬ রান দিয়ে ইনিংস শুরু করা এই দুই ব্যাটার ৪১ বলে গড়েন পঞ্চাশ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। তামিম ৩৩ ও লিটন ১৪ রানে অপরাজিত আছেন।  

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ১০২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ২৮ ওভার ব্যাট করে অলআউট হয় সফরকারীরা। ৩২ রান দিয়ে একাই পাঁচ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ফাইফারের স্বাদ পেলেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।