ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওপেনিং বাদ দিলে ব্যাটিংয়ের সবচেয়ে কঠিন জায়গা ৬-৭ নম্বর: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ওপেনিং বাদ দিলে ব্যাটিংয়ের সবচেয়ে কঠিন জায়গা ৬-৭ নম্বর: তামিম

সিলেট থেকে: আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম খেলেছিলেন ছয় নম্বরে। তার আগে ব্যাট করতে এসেছিলেন তাওহিদ হৃদয়-সাকিব আল হাসানও।

স্বভাবত মুশফিককে দেখা যায় না এত পরে।  

আইরিশদের বিপক্ষে খেলে মুশফিককে সফলও বলা চলে। প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ৬০ বলে করেন তিনি। তৃতীয় ম্যাচে দল ১০ উইকেটে জিতে যাওয়ায় নামতে হয়নি তাকে। এই ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, তার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিদ্ধান্তেই ছয়ে নেমেছেন মুশফিক। সঙ্গে তিনি বলেছেন, ওপেনিং বাদ দিলে সবচেয়ে কঠিন পজিশন সেটি।

তিনি বলেছেন, ‘শেষ সিরিজে আমি আর কোচ মিলে ঠিক করেছি ওকে আমরা ছয়ে খেলাব। কারণ, তার চারে খেলানোর বিপক্ষে কিছু নেই, সে সেখানে দারুণ খেলেছে, কিন্তু তাকে ছয়ে নামানোর কারণ, আমরা কখনো ভালোভাবে শেষ করিনি। তার অনেক অভিজ্ঞতা আছে। তার হাতে অনেক শট আছে। সেটা সে তার দুই ইনিংসে দেখিয়েছেও। ’

‘সেটাই কারণ ছিল, কারণ সে আমার মনে হয় তার হাতে কম ওভার থাকলে সে আরও বেশি আগ্রাসী হয়ে যায়। ভাগ্য ভালো, বিষয়টা কাজে দিয়েছে, সে অবিশ্বাস্যভাবে ভালো খেলেছে। ও যদি সেটা ক্যারি করতে পারে, তাহলে আমাদের জন্যই সম্ভাব্য সেরা বিষয় হবে সেটা। কারণ, ছয়ে ব্যাট করাটা খুবই ট্রিকিও হতে পারে। সবসময় ভালো শুরু হবে না। ১০০ রানে ৪ উইকেট, এমন পরিস্থিতিতেও তাকে এসে ব্যাট করতে হবে। ’

ছয় নম্বরে ব্যাট করা কঠিন কাজ জানিয়ে তামিম বলছিলেন, ‘এটা যেই ব্যাট করুক, ছয়ে ব্যাট করাটা যে কারো জন্যেই ট্রিকি। কারণ আপনি রিয়াদ ভাইয়ের কথা বলেন, আফিফ, মুশি যার কথাই বলেন, যে ৬-৭ এ খেলবে, তার জন্যই আমার একটা সফট কর্নার থাকবে, কারণ, আমার সবসময়ই মনে হয় ওপেনিং পজিশনটা বাদ দিলে এটা ব্যাট করার জন্য সবচেয়ে কঠিন জায়গা। ’

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।