ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ভালো জায়গায় সুযোগ হলে আটকানো ঠিক না’- আইপিএল প্রসঙ্গে মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
‘ভালো জায়গায় সুযোগ হলে আটকানো ঠিক না’- আইপিএল প্রসঙ্গে মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটে এখন বড় আলোচনার বিষয় তিন ক্রিকেটারের আইপিএলে যাওয়া। মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ও সাকিব আল হাসান-লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু তাদের ছাড়পত্র পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল।  

এর মধ্যে ৪ জানুয়ারি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবরা পুরো আইপিএলের জন্যই অনাপত্তিপত্র চাইলেও সেটি মেলার সম্ভাবনা কম। রোববার কোচও বলেছেন, ‘সবার আগে দেশ। ’ এ নিয়ে এবার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোহামেডানের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি।

এরপর মাশরাফি বলেছেন, ‘বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। এদিকে তো আমরা অনেক খেলোয়াড়কে তাদের বদলে খেলাচ্ছি। খেলাচ্ছি না তা তো না। ’

‘ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সঙ্গে। ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে.. হোয়াই নট? আয়ারল্যান্ডের সঙ্গে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার সুযোগ আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে। ’

খেলোয়াড়দের ইচ্ছেকে মূল্যায়ন করা উচিত জানিয়ে মাশরাফি বলেন, ‘তিনজন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। তো শুধু শুধু আমাদের আটকে রেখে লাভ কি? নির্ভর করছে ওই খেলোয়াড় কী চায় এটার ওপর। ’

‘যেতে চায় কি চায় না সেটা আলোচনা করার পর বলা যাবে। সাকিব-লিটন ওরা ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এতো কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই। ’

এ সময় ইংল্যান্ড সিরিজের উদাহরণ টেনে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ডের সাথে ১-২ জনকে সরিয়ে খেলেছে বাংলাদেশ। এদিক-ওদিক করে। একই খেলা আয়ারল্যান্ডের সঙ্গেও খেলেছে। এভাবে শিফট করে তো করা যায়। তো ইংল্যান্ডে কেন নিতে পারবে না? সিরিজটা কতোটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে হবে। তো যে ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছে তার সঙ্গে কথা বলে এটার সমাধানে আসা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।