ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা, এপ্রিলে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা, এপ্রিলে আসছে পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশ ঘরে তুলেছিল ২০২০ সালে। পরের আসরে প্রত্যাশাও ছিল বেশি।

কিন্তু অষ্টম হয়ে হতাশ করে টাইগার যুবারা। আবারও একটি বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি।

২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এই সিরিজের মধ্যে দিয়েই ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হবে বাংলাদেশ দল।

জুলাইয়ের ৩ তারিখ বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এর আগেই অবশ্য আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এপ্রিলের ২৬ তারিখ আসার কথা রয়েছে তাদের। সিরিজে একটি চার দিনের ম্যাচ সহ ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।