ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবরা নেই, তবুও মোহামেডানকে ‘ছোট করে দেখছে না’ আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সাকিবরা নেই, তবুও মোহামেডানকে ‘ছোট করে দেখছে না’ আবাহনী ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে এবার দুইরকম অভিজ্ঞতাই হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। একঝাঁক তারকা নিয়ে দল সাজিয়েছিল তারা।

কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা।  

তখন টানা হারের মধ্যে দিয়ে গেছে মোহামেডান। লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় তারা। তখন অবধি তাদের জন্য সুপার লিগ ছিল বেশ কঠিন ব্যাপার। কিন্তু সাকিবরা যোগ দেওয়ার পর আর হারেনি মোহামেডান। টানা ছয় ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করে সাদা-কালোরা। এই পর্বের প্রথম ম্যাচেই সোমবার আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়তে হবে তাদের।  

এবার মোহামেডানকে খেলতে হবে আবারও তারকাদের ছাড়া। জাতীয় দলের আয়ারল্যান্ড সফরের জন্য থাকবেন না সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদারের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে এটা কি তাদের একটু পেছনে ঠেলে দিলো? এমন প্রশ্ন করা হয়েছিল আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে।  

জবাবে রোববার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘লিগের শুরু থেকে যা দেখে আসছি, মোহামেডান যখন সাকিব ভাই, রনি তালুকদার, মিরাজকে ছাড়া খেলছে, ওই সময় তাদের দল যেভাবে চেয়েছে সেভাবে ফল আসেনি। যদিও দলে রিয়াদ ভাইরা ছিল। সাকিব ভাইরা আসার পর দলের অবস্থান ভালো দিকে গেছে, সুপার লিগে উঠেছে। ’

‘এখন উনারা নেই, এটা অবশ্যই তাদের জন্য একটা অসুবিধা মূল খেলোয়াড়দের পাচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। আসলে তবুও ছোট করে দেখার তো কিছু নেই। তাদের দলে বেশ সামর্থ্যবান ক্রিকেটার আছে যারা একা ম্যাচ জেতাতে পারে। ’

আবাহনী-মোহমেডান লড়াই মানেই বাড়তি একটা রোমাঞ্চ। এখন অবশ্য সবকিছুই অতীত। একসময় তাদের লড়াই ঘিরে পুরো দেশেই থাকতো উত্তেজনা। আগের মতো সেই আমেজ আর নেই। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক কি কিছু অনুভব করেন?

জবাবে তিনি বলেন, ‘অনুভব তো অবশ্যই করি। আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাইভোল্টেজ ম্যাচ সবসময় আমরা দেখে থাকি। আমি নিজেও অনেকবার খেলেছি। আশা করছি সুপার লিগ থেকে ওই অনুভূতিটা পাবো। ’ 

এই ম্যাচে আলাদা কোনো চাপ আছে কি না জানতে চাইলে মোসাদ্দেক বলেন, ‘আলাদা কোনো পরিকল্পনা বা সেভাবে কোনো চাপ নেই। সুপার লিগে যে ছয়টা দল আছে এখানে, সবগুলো দলই খুব ভালো দল। সব দলেই ভালো ভালো খেলোয়াড় আছে। এখানে নির্দিষ্ট কোনো দল নাই যে একটা দল নিয়ে খুব চাপে থাকবেন। এমন কোনো বিষয় না। ’

‘আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে খুব ভালো খেলে আসছি, সেই আত্মবিশ্বাস তো আছেই। আমি মনে করি, আমাদের দলটা খুব গোছানো, প্রতিটা খেলোয়াড়ই ভালো ছন্দে আছে। ওই জায়গা থেকে তো অবশ্যই আশাবাদী। ’

এদিকে, রাউন্ড রবিন লিগের খেলায় মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছিল আবাহনী। ১১ ম্যাচে ২০ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে পা রাখে তারা।  অন্যদিকে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মোহামেডান।
  
বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।