ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

লিটন-তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ৯, ২০২৩
লিটন-তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

আইপিএলে গিয়ে খেলেছেন কেবল এক ম্যাচ। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি।

তবে এর আগে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতেও হাঁকিয়েছেন ফিফটি। কিন্তু সেই ফর্ম টেনে নিতে পারেননি তিনি। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 'গোল্ডেন ডাক' মেরেছেন এই ওপেনার। জশ লিটল বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। শুরুটা ভালো করতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও। দুই ওপেনারকে হারিয়ে তাই চাপে আছে বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান। নাজমুল হোসেন শান্ত ১ ও সাকিব আল হাসান ব্যাট করছেন ০ রানে।

ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।  প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। আম্পায়ার অবশ্য প্রথম আইরিশদের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিয়ে বাজিমাত করে আইরিশরা। আলট্রা এজে ধরা পড়েন তামিম। তাই ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।     

দুই ওপেনারের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় টাইগাররা। তবে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন সাকিব ও শান্ত।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ৯, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।