ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট দলের অনুশীলন দেখতে মিরপুরে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ৬, ২০২৩
টেস্ট দলের অনুশীলন দেখতে মিরপুরে সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় আঙুলে চোট পেয়েছিলেন। এরপর ছয় সপ্তাহের জন্য তিনি ছিটকে গিয়েছিলেন।

ওই চোট থেকে এখনও সেরে উঠেননি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডেও তিনি নেই।

এজন্য সাকিব আল হাসানের বদলে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের কাঁধে। তবে এর মধ্যেই মিরপুরে এসে হাজির হয়েছেন সাকিব। আজ দুপুরের দিকে মিরপুরে আসেন তিনি। গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর থেকে দাঁড়িয়ে ক্রিকেটারদের অনুশীলনও দেখেন এই অলরাউন্ডার।

এরপর যান ইনডোরে। সেখান থেকে ফিরে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। আগামী ১৪ জুন শুরু হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে গত দু দিন ধরে জাতীয় দলের ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন।

১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম দফায় একটি টেস্টে খেলে চলে যাবে তারা। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ফের আসবেন রশিদ খানরা।  

বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।