ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচের আগে ‘আশাবাদী’ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
শেষ ম্যাচের আগে ‘আশাবাদী’ বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

শুরুতে ট্রেনারের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ হলো বেশ লম্বা সময়। এরপর ফিল্ডিং অনুশীলনেও বেশ সিরিয়াস ছিলেন বাংলাদেশের মেয়েরা।

ব্যাটিং-বোলিংয়ে অবশ্য তেমন কিছু দেখা গেলো না। কয়েকজন অনুশীলন করেছেন ঠিকই, কিন্তু মূল মনোযোগ ছিল ফিল্ডিংয়ে।  

ভারতের মেয়েদের বিপক্ষে বেশ দারুণ সিরিজই কাটিয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর প্রথমবারের মতো তাদের বিপক্ষে ওয়ানডেতেও জয় পায় টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে অবশ্য এখন আছে সমতা। গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আগের ভুল শুধরে বাংলাদেশ খুঁজছে আশা।

ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে আসা ফাহিমা খাতুন বলছিলেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি... দুর্ভাগ্যবশত... ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। ’

‘আমরা জানি, সবারই সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তবে গত দুই দিনে সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করবো। ’

দ্বিতীয় ওয়ানডেতে একটা পর্যায় অবধি বেশ ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকরা শেষ সাত উইকেট হারায় ১৪ রানে। লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমা বলছেন, ‘দুর্ভাগ্যবশত’ হয়েছে এমন। তৃতীয় ওয়ানডেতে ভালো করার প্রত্যয়ও ছিল তার কণ্ঠে।

তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, কখন কী ধরনের পরিস্থিতিতে পড়তে হবে আমরা কেউ জানি না। আমিও হয়তো সেভাবে বলতে পারব না, আমরা কালকে কী ধরনের স্কোর করব। তবে আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ইউনিটের সবাই ব্যক্তিগতভাবে অনেক অনেক চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত হয়নি। তবে কালকের ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কালকে যদি আমরা আগে ব্যাটিং করি, ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করব। ’

‘গত ম্যাচে যদি দেখেন, হ্যাঁ ওরা অনেক অ্যাসেস করেছে। ওরাও একটা ভালো... আমাদের দল থেকে যদি দেখেন পিংকি ও রিতু ভালো শুরু করেছিল। দুর্ভাগ্যবশত ওপেনাররা হয়তোবা করতে পারছে না। তারাও অনেক চিন্তা করেছে, এই পিচে কী ধরনের ক্রিকেট খেলা উচিত। তারাও অ্যাসেস করার চেষ্টা করছে। গত দুই দিন আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা চেষ্টা করছি ভালো কিছু দেখানোর। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।