ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা।

আজ জার্মানির বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শীর্ষস্থান থেকে তাদের আর সরানোর সুযোগ নেই।

পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আইরিশরা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। শেষ ম্যাচটি হবে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে দুয়ারে আছে স্কটিশরাও। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। আজ ডেনমার্কের বিপক্ষে জিতলেই কাটবে বিশ্বকাপের টিকিট।  

আগামী বছর যৌথভাব বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গত আসরের চেয়ে এবার দলসংখ্যা বেড়ে হয়েছে ২০টি।  আঞ্চলিক বাছাইপর্বের আগেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ১২ টি দল। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।  

এছাড়া ইউরোপ অঞ্চল, এশিয়া অঞ্চল, আফ্রিকা অঞ্চল থেকে দুটি করে এবং আমেরিকা ও পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সুযোগ পাবে একটি করে দল।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।