ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের কাছে কেন হেরে গেলো নিউজিল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
বাংলাদেশের কাছে কেন হেরে গেলো নিউজিল্যান্ড

সংবাদ সম্মেলন শুরুর আগে জার্সিটা টেনে মুখে তুলে নিলেন টিম সাউদি। নিউজিল্যান্ড মুখের ঘাম বুঝলেন অথবা ক্লান্তি।

বাংলাদেশের সঙ্গে হারের বিষাদও নিশ্চয়ই তখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই টেস্টের আগে এলোমেলো ছিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের ভালো কিছু করাই ছিল বেশি প্রত্যাশিত।

সেখান থেকে ১৫০ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে কিউইদের। সিরিজেও ১-০তে পিছিয়ে গেছে তারা। কেন এভাবে হেরে গেলো নিউজিল্যান্ড? এর কারণ ব্যাখ্যায় বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাউদি।  

কিউই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে, খুবই অ্যাকুরেট। তারা যেভাবে আর যে স্টাইলে বল করেছে সেটিও। আমরা জানি দুনিয়ার এই দিকটাতে যত সময় যায়, ব্যাটিংয়ের জন্য উইকেট কঠিন হয়। সময়ের সঙ্গে আরেকটু বেশি টার্ন করে ও বাউন্সে অসমতা থাকে। ’ 

‘এজন্য আমরা আগেই জানতাম এই উপমহাদেশে কী হবে। কিন্তু যদি পেছনে ফিরে তাকাই, আমাদের আসলে আরও কয়েকটি জুটি দরকার ছিল। আর আমি যেমন বলেছি, বল হাতে হয়তো আমরা আরেকটু সরব হতে পারতাম লম্বা সময় চাপ ধরে রাখার ব্যাপারে। ’

বাংলাদেশের কাছে টেস্ট হারা অবশ্য নতুন নয় নিউজিল্যান্ডের জন্য। এর আগে মাউন্ট মঙ্গানুইতে নিজেদের মাঠেও হেরেছে তারা। এবার হারলো বাংলাদেশে এসে। কোনটি বেশি কঠিন? সাউদি বলছেন, কোনো হারই আদর্শ কিছু নয়।

তিনি বলেন, ‘আমরা এটা জেনেই এসেছি বাংলাদেশ পৃথিবীর এই প্রান্তে কঠিন প্রতিপক্ষ। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। এই জায়গাতে আসা ও খেলা কঠিন। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে, আমরা অনেকদিন ধরেই ভালো। আর আমার মনে হয় যতবারই আপনি হারেন, আদর্শ কিছু না। এটাও অবশ্য নিদর্শন যে বাংলাদেশ দল সবসময় উন্নতি করছে। ’

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।