ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বদল নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বদল নেই

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। নিউজিল্যান্ডের জন্য ড্র করার লড়াই।

সিলেটে দুর্দান্ত এক জয় পেয়েছিল স্বাগতিকরা। সেই সুখস্মৃতি নিয়েই চেনা মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে তারা।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে কোনো বদল আনেনি স্বাগতিকরা। সফরকারীদের একাদশে একটি বদল হয়েছে।  

সিলেটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরিতে রাঙান শান্ত। বাংলাদেশও পায় দেড়শ রানের জয়। সিলেট টেস্টের একাদশে কোনো বদল না এনেই মিরপুরে নামছে বাংলাদেশ।  

এদিকে নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন এসেছে। সিরিজ ড্র করতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন অবস্থায় ইশ সোধিকে বাদ দিয়ে মিচেল স্যান্টনারকে নিয়েছে তারা।  

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কােইল জেমিসন, টিম সাউদি, এজাজ প্যাটেল।

বাংলাদেশ সময় : ০৯০৪ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।